Home » শ্রমিক নেতা রিপন হত্যা মামলায় ৯ জন গ্রেফতার, দুইজন রিমান্ডে

শ্রমিক নেতা রিপন হত্যা মামলায় ৯ জন গ্রেফতার, দুইজন রিমান্ডে

সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপন হত্যা মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের ৯ জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ইকবাল হোসেন রিপনকে (৪০) গত ১০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরেই ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পরবর্তীতে জানা যায়। এর নেপথ্যে রেলওয়ে আইডব্লিউ শাখা এবং দুই মাস আগে বাবনা পয়েন্ট সংলগ্ন এলাকায় রোকেয়া এন্টারপ্রাইজ নামক একটি দোকানে চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ করায় রিপনকে হত্যা করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম জানান, এই হত্যার ঘটনায় মো. ইকবাল হোসেন রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে এজাহার দায়েরের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার মামলা রেকর্ড হয় (নং-০৯, তাং-১১/০৭/২০২০)।

এদিকে, ইতোমধ্যে উক্ত ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সন্দিগ্ধ আসামি মো তারেক আহমদ স্বাীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গতকাল সোমবার (২০ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত তথা অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আসামি ইজাজুল ও রিমুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *