সিলেট মেট্রোপলিটন এর জালালাবাদ থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ সহ ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে কোরবানীর গরু পশুর হাটে আসা নেওয়ার সময় যাহাতে ব্যবসায়ীগণ কোন প্রকার বাধার সম্মুখীন না হয় সেই লক্ষ্যে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ, অকিল উদ্দিন আহম্মদ মোটরসাইকেল মোবাইল টিম গঠন করেছেন। জালালাবাদ থানার নিয়মিত টহল পার্টির পাশাপাশি উক্ত মোটরসাইকেল মোবাইল টিম সার্বক্ষনিক থানায় এলাকায় নিয়োজিত থাকবে।
তিনি জনান উক্ত মোবাইল টিম সার্বক্ষনিক থানা এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে। অপরাধ, অপরাধী ও বিশেষ করে মাদক ব্যবসায়ীদের তথ্য প্রদান করিয়া পুলিশকে সহায়তা করার জন্য জালালাবাদ থানার অফিসার ইনচার্জ জনসাধারনকে অনুরোধ জানান।
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.