শ্রমিক নেতা মো: ইকবাল হোসেন রিপন হত্যার এজাহারনামীয় আরো ০২ (দুই) জন আসামী গ্রেফতার করা হল। গত ১০/০৭/২০২০ তারিখ রাত অনুমান ১০.০৫ ঘটিকায় দক্ষিণ সুরমা থানার ভাবনা পয়েন্টে ভাবনা রেষ্টুরেন্টের সামনে পূর্ব পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে সিলেট বিভাগীয় ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন রিপন’কে কুপিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গীয় বাবলা তালুকদারকে কুপালে তিনি দৌড়ে প্রাণ রক্ষা করেন। দুষ্কৃতিকারীগন ঘটনা ঘটিয়ে ঈঘএ অটো রিক্সা ও মোটরসাইকেল যোগে দ্রæত পালিয়ে আত্মগোপন করে। এই হত্যার ঘটনায় মো: ইকবাল হোসেন রিপন এর স্ত্রী ফারজানা আক্তার তমা ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তাং-১১/০৭/২০২০খ্রি:। ইতোমধ্যে উক্ত ঘটনায় ০৯ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সন্দিগ্ধ আসামী মো: তারেক আহমদ ফৌ: কা: বি: ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে।
শ্রমিক নেতা মো: ইকবাল হোসেন রিপন হত্যা মামলার এজাহারনামীয় ১। ইজাজুল (২৮) পিতা- মৃত ফরিদ, ২। রিমু (২৮) পিতা- মৃত ফারুক মিয়া, উভয় সাং-গাঙ্গু, বরইকান্দি ১নং রোড থানা-দক্ষিণ সুরমা, জেলা- সিলেট’দ্বয় কে গত ২০/০৭/২০২০খ্রি: তারিখ বিজ্ঞ কৌশলীর মাধ্যমে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০২, সিলেট এ আত্মসমর্পন করিলে বিজ্ঞ আদালত উক্ত আসামীদ্বয়ের জামিন বাতিল পূর্বক জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদ্বয়কে মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে ব্যবহ্নত আলামত তথা অস্ত্র উদ্ধারের নিমিত্তে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করিলে, বিজ্ঞ আদালত ০২(দুই) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০/০৭/২০২০খ্রি: তারিখ পুলিশ পাহাড়ায় আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে থানা হেফাজতে আনা হইয়াছে। বিষয়টি নিশ্চিত করেছেন আখতার হোসেন, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।