অনলাইন ডেস্ক: ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। এছাড়া দেশটিতে আক্রান্ত সংখ্যা ২১ লাখের বেশি।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ব্রাজিলের করোনায় আক্রান্ত হয়েছে ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জন। এ পর্যন্ত মারা গেছে ৮০ হাজার ২৫১ জন।
এদিকে সোমবার ব্রাজিলের আরও দুই মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। নাগরিকত্ব মন্ত্রী অ্যানিক্স লরেঞ্জনি এবং সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মিল্টন রিবেইরো দুজনেই তাদের আক্রান্ত ও কোয়ারেন্টাইনে যাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ২১৩ জনের। বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ জনে।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৪৩ হাজার ৮৩৪ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৩৯ লাখ ৬১ হাজার ৪২৯ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রতিনিধি