নিজস্ব প্রতিবেদন: সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবীতে খোজারখলা আদর্শ সমাজ কল্যান সংঘ ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
১৭ জুলাই শুক্রবার বাদ জুমা খোজারখলা মার্কাজ জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে চন্ড্রিপুল সড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোজারখলা স্কয়ারে এসে এক সংখিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে এ সভা শেষ হয়।
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও দপ্তর প্রধান সহকারী রকিব হাসানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কাস্তরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি জহির হুসেন রাসেল, সেক্রেটারি এজাদ উদ্দিন সানি, নির্বাহী কমিটির সদস্য আলাউর রহমান রুমন, বারকলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি শাহজাহান কবির রিপন, সেক্রেটারি দেলওয়ার হুসেন দিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়ার পর আজ ৮ দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মূল আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রিয় নেতা রিপন খুন হওয়ার পর আমরা শান্তি-শৃংখলা ভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি। শ্রমিকরা সব সময় শান্তি প্রিয়, শান্ত এই শ্রমিকদের অশান্ত করে সিলেটে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটলে প্রশাসনকে এর দায়ভার নিতে হবে।
সভায় শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাউছার আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. গোলাপ খান, কার্যকারী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল সহ অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ।
বার্তা বিভাগ প্রধান