Home » করোনা জয়ী শিল্প পুলিশের ৫০ সদস্যকে সংবর্ধনা

করোনা জয়ী শিল্প পুলিশের ৫০ সদস্যকে সংবর্ধনা

করোনা জয়ী ৫০ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছে সাভার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১। গত ১৫ জুলাই সাভার আশুলিয়া শিল্প পুলিশ-১ কার্যালয়ে এ সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইউনিটের পক্ষ থেকে সম্প্রতি করোনা জয় করে সুস্থ হওয়া ৫০ পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইতিবাচক জীবনবোধ ও করোনাজয়ের এই অসাধারণ উত্তরণ শিল্পপুলিশের অন্যান্য সদস্যদের জন্য নতুন উদ্দ্যামে পুলিশিং সেবা প্রদানে আরো বেশি অনুপ্রানিত করবে, করবে আরো বেশি উৎসাহী।

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের যে সকল গর্বিত সদস্য দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বীর পরিবারের সদস্যদের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।

করোনায় নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদেরকে পিপিই, ওষুধসহ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। সর্বদাই জনগনের পাশে বাংলাদেশ পুলিশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *