নয়ন বাবু, সাপাহারে (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৯ জনে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স¤প্রতি করোনা পরীক্ষার জন্য এ উপজেলা হতে ৫১জনের পাঠানো নমুনা থেকে নতুন করে ১২ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে ৫ জন স্বাস্থ্যকর্মী, উপজেলা খাদ্য অফিসের ১ জন, ব্যাংক কর্মকর্তা ১ জন ও ১ জন গ্রাম পুলিশ সহ সদর ইউনিয়নের ৪ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ১জন মহিলা রয়েছে।
ডা: মুহা: রুহুল আমিন জানান, ১২ জুলাই পর্যন্ত উপজেলায় মোট ৮৩৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১৫ জুলাই পর্যন্ত ৮০৮ টি নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলের বিপরীতে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৭৯ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪২ জন