Home » সিলেট বিশ্বনাথে সিমলার আত্মহত্যার প্ররোচণাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিলেট বিশ্বনাথে সিমলার আত্মহত্যার প্ররোচণাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ‘আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের’ অফিস সহকারী আসমা শিকদার সিমলার আত্মহত্যার প্ররোচণাকারী ও অপমানকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপর প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভায় বক্তারা বলেছেন, প্রতিষ্ঠানের অফিস সহকারী আসমা শিকদার সিমলাকে মানসিকভাবে নির্যাতন করায় নিজের অপমান সহ্য করতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন।

তাই সিমলাকে আত্মহত্যা করার প্ররোচণাদাতা ও অপমানকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্থি দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান নেতৃবৃন্দ।

এলাকার মুরব্বী ধন মিয়ার সভাপতিত্বে ও সংগঠক বকুল আহমদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নিহতের স্বামী ফজলুর রহমান, পুত্র রেদুওয়ান আহমদ রোহানসহ এলাকার আবদুন নূর, আবুল কালাম তোতা মিয়া, জালাল মিয়া, ইউনুছ মিয়া, লয়লুছ মিয়া, দবির মিয়া, মকবুল শিকদার, তালকুদার শাহীন আহমদ মেম্বার, ফয়েজ মিয়া, মখলিছ মিয়া, আলতাফুর রহমান, ছোরাব আলী, লিমন মিয়া, তাহিদ শিকদার, আহাদ মিয়া, নূরুল মিয়া, জাবেদ হোসেন, ইকবাল শিকদার, ইসলাম উদ্দিন, দিদার, সুরতান মিয়া, রাশেদ শিকদার, জামাল, জুমন, শামিম, সাইদুর, লিমন, নাজিম, সাজন, খায়রুল, জুনেল, রাসেল, সাইফুল শিকদার, আব্দুল হান্নান, জাহেদ মিয়া, নিজামুল হক, আফিফুল ইসলাম, মখন শিকদার, আমির আলী, সুহেব মিয়া, লোকমান মিয়া, জয়নাল আহমদ, আব্দুস সত্তার, আব্দুল ওয়াছে, জাকির শিকদার, আফজাল শরিফ, মাছুম আহমদ, খালেদ আহমদ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *