ট্রাভেলস এর বিমানের টিকেট বিক্রি বন্ধ রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রণালয় এই দুই ট্রাভেলস এর টিকেট কেলেংকারীর অভিযোগের বিষয়টি তদন্ত করছে এবং এই দুই ট্রাভেলসকে প্রথমিক ভাবে দোষী নির্ধারণ করে তাদের টিকেট বিক্রি বন্ধ রাখেন।
গত ৭ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ। সেই অভিযোগের বিষয়টি তদন্ত করছে বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তিনি নিজে বৈধতার খোলশে অবৈধভাবেও বিভিন্ন দেশে মানব পাচার ও মহিলা প্রেরণ করে দেশের ভাবমূর্তি নষ্ট করার কাজে লিপ্ত রয়েছেন। উদাহরনস্বরূপ গত ২৭.০৫.২০১৯ ইং তারিখে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৩জন ভূয়া ওমরা হজ্জযাত্রী এনএসআই কর্তৃক ধৃত হয়ে অফলোড করা হয়। যাদের আসার সময় তার্কিশ এয়ারলাইন্সে ইস্তাম্বুল ট্রানজিট ছিল এবং এদের মূল গন্তব্য ছিল ইউরোপ। এছাড়া লতিফ ট্রাভেলস গত ৩ জুলাই ১ম দিন ২৮টি বুকিং করে ২০টি ক্যানসেল করেন এবং তৎপরবর্তীতে আরও ২২টি সিট ধরে তাও ক্যানসেল করেন।
তারা আরো উল্লেখ করেন, অতীতে টিকেট কেলেংকারীতে কালো তালিকাভুক্ত ৫৩টি এজেন্সির মধ্যে উক্ত লতিফ ট্রাভেলসও ছিল। এ পর্যন্ত উপরোক্ত ২ জনের ডকুমেন্ট সংগ্রহ করা হলেও আরও ৭/৮ টি ট্রাভেল এজেন্সি এই অপকর্মের সাথে সংযুক্ত আছে বলে আমাদের ধারনা! যা সঠিক তদন্ত করলেই আসল রহস্য ও দুবৃর্তদের নাম বেরিয়ে আসবে বলে আমরা মনে করি।
তারা নিজেদেরই করা অপকর্ম ঢাকতে তড়িগড়ি করে প্রকৃত সিলেটের আটাব সদস্যদের এবং জোনাল কমিটির অনেককে না জানিয়ে কিছু সংখ্যক বহিরাগতদের নিয়ে আটাব অফিসে না বসে অন্যত্র একটি গোপন মিটিং করে ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় সিলেট বিমান কর্তৃপক্ষকে দায়ী করে মিথ্যা অপপ্রচার করা বাংলাদেশ বিমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আমরা মনে করি। উপরোক্ত দূর্বৃত্তায়ন ও অপপ্রচারে আমরা সিলেটের অন্যান্য সকল ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্থ হয়েছি একই সাথে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমানের সুনাম ক্ষুন্ন হয়েছে, অর্থনৈতিক ভাবেও বিমান ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এই অপকর্মের কারনে এবং সিলেট বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমানের স্বচ্ছতা প্রকাশে যথাযত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের নেতৃবৃন্দরা আহ্বান জানান।
প্রতিনিধি