মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শিবেন বিশ্বাস এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া ৬নং রোড পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আরিফ আহমেদ (৩২), পিতা- আঙ্গুর উদ্দিন @ কয়ছর উদ্দিন, মাতা- শানু বেগম, সাং- বহর আ/এ, বিএডিসি, খাদিমনগর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করেন। আটককালে উক্ত আসামীর হেফাজত হতে ১০৫ (একশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। উক্ত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি।
মাদক সহ অন্যান্য অপরাধকর্মের সহিত সে জড়িত। তার বিরুদ্ধে শাহপরাণ(রহঃ) থানার মামলা নং-০২ তারিখ-০৭/১২/২০১৯খ্রিঃ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে মর্মে সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়।
উক্ত মাদক ব্যবসায়িকে আসামী করে এসআই(নিঃ)/ মোঃ মাহবুর আলম মন্ডল শাহপরাণ (রহঃ) থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
প্রতিনিধি