Home » সিলেট এসএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সিলেট এসএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১১ টায় এসএমপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার,গোলাম কিবরিয়া বিপিএম,
প্রধান অতিথির বক্তেব্য তিনি সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, পরিতোষ ঘোষ,অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মোঃ শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্),

এছাড়া অনুষ্টানে আরো বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারগণ, অতিঃ উপ-পুলিশ কমিশনারগণ, সহকারি পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জগণ ও এসএমপি’র সর্বস্তরের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত কল্যাণ সভায় পুলিশ কমিশনার মাদকের বিরুদ্ধে পূর্ব ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি ও কার্যক্রম চলমান রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিটি পুলিশ সদস্যকে আরো সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান এবং জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়ার জন্য এসএমপি তে কর্মরত পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *