Home » সিলেটে এক মঞ্চে দোয়া মাহফিল, বদর উদ্দিন আহমদ কামরান ও এমএ হক

সিলেটে এক মঞ্চে দোয়া মাহফিল, বদর উদ্দিন আহমদ কামরান ও এমএ হক

সদ্য গত হওয়া সিলেটের দুই কিংবদন্তি রাজনীতিক বদর উদ্দিন আহমদ কামরান ও এমএ হক। দুই মেরুর রাজনীতিবিদ হয়েও জীবদ্দশায় তাঁরা বহুবার এক মঞ্চে দাঁড়িয়ে সিলেটের সম্প্রীতির রাজনীতির অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। গত হয়েও সিলেটে যেন তারা ধরে রেখেছেন এই ধারা।

গতকাল সিলেটে সদ্য মরহুম সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হকের জন্য এক ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আয়োজন করেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ। গতকাল শনিবার (১১ জুলাই) রাতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক প্রমুখ।

এই ব্যাতিক্রমী উদ্যাগের বিষয়ে সিলেটের আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ- এটিই আমাদের সিলেটের স্বকীয়তা ও ঐতিহ্য। এই সম্প্রীতি আমাদের পূর্বপুরুষরা সৃষ্টি করে গেছেন। আমারা তা ধরে রাখবো।

এ বিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, সিলেটের রাজনৈতিক দলমতের বাইরে আলাদা একটি সম্প্রীতির প্লাটফর্ম রয়েছে। আমরা চাই এটি সব সময় থাকুক। আর এর ধারাবাহিকতা বজায় রাখতেই আমাদের এই প্রয়াস এবং উদ্যোগ।

এদিকে, এমন একটি সুন্দর ও মহত উদ্যোগ নেয়ায় সর্বমহলে প্রশংসায় ভাসছেন ব্যবসায়ীক নেতা আব্দুর রহমান রিপন ও সৈয়দ রাজন আহমদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *