ডেস্ক নিউজ: দক্ষিণ কোরিয়ার সঙ্গে সময়ের মিল করতে নিজেদের ঘড়ির কাঁটা পরিবর্তন করল উত্তর কোরিয়া। শুক্রবার রাত সাড়ে ১১টায় উত্তর কোরিয়ার ঘড়ির কাঁটা আধ ঘণ্টা এগিয়ে দেওয়া হয়৷ এর ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে গেল উত্তর কোরিয়ার সময়৷ রাত ঠিক বারোটা নাগাদ এই সময়ের মিল ঘটানো হয়৷
এর আগে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সময়, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আধ ঘণ্টা পিছিয়ে ছিল। দুই কোরিয়ার সীমান্তবর্তী এলাকা পানমুনজমে দুই দেশের ঘড়ি পাশাপাশি থাকলেও, দেখাত আলাদা সময়৷ ফলে বিভিন্ন কাজে অসুবিধা হত সাধারণ মানুষের৷ প্রশাসনিক কাজকর্মেও ব্যাঘাত ঘটত৷ তবে এখন এই ঘড়ি দুটিতে একই সময় দেখাবে বলে জানা গিয়েছে। তাই সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে৷
গত ২৭ এপ্রিল ইতিহাস সৃষ্টি করেন কিম জন উন। কোরীয় যুদ্ধ পরবর্তী সময় থেকে কিম জন উনই উত্তর কোরিয়ার প্রথম নেতা যিনি দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার কথা ঘোষণা করেন তারা।
নির্বাহী সম্পাদক