ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। টিভি নাটকে তার উপস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই কম। অন্যদিকে ইউটিউবার হিসেবে বেশ জনপ্রিয় সালমান মুক্তাদির। এবার তারা জুটি বেঁধে অভিনয় করলেন ঈদের নাটকে। নাম ‘মেঘলা মনের মেয়ে’। ফারিয়া হোসেনের চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছেন তুহিন বড়ুয়া। আর নাটকটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘তারিনের সঙ্গে অনেক কাজ করেছি।
তবে মাঝের ছয় বছর আমরা দুজনে এক হয়ে কোনো কাজ করিনি। সালমানকে নিয়েও এটা আমার প্রথম কাজ। করোনার কারণে অনেক নিয়ম মেনে কাজ করতে হচ্ছে। কষ্ট হলেও নিরাপদে কাজ করতে পারছি, এটাই বড় কথা। নাটকটি শুটিং করছি মিরপুরে আমার এক বান্ধবীর বাসায়। দারুণ লোকেশন। আজই শুটিং শেষ করবো।’
নাটকের গল্প প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘চেনাজানা সম্পর্কগুলোর বাইরে গিয়ে অন্য সম্পর্কের গল্প এটি। এতে অসম প্রেমের জুটি হিসেবে অভিনয় করেছেন তারিন ও সালমান। দুজনেই দুর্দান্ত অভিনয় করছেন। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’
‘মেঘলা মনের মেয়ে’ নাটকে তারিন-সালমান ছাড়া আরও অভিনয় করছেন সামিয়া অথৈ, মিলি বাশার প্রমুখ। আসছে কোরবানি ঈদে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান এর নির্মাতা।
প্রতিনিধি