সিলেটের এম এ জি ওসমানী মেডিকেলের আউট সোসিংয়ের মাধ্যমে ৮২ জনকে চাকরি দেওয়া হয় ২০১৮ সালে। পরে ১ জুলাই ২০২০ সালে তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ চাকরিচ্যুত করে।
নিজের অন্য ধ্বংশ আজ, প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য, তারই প্রতিবাদে ৮ ই জুলাই ২০২০ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে তারা প্রতীকী অনশন পালন করে।
আজ দেশ এক সঙ্কটকালীন সময় পার করছে।যেখানে আমাদের দেশে অনেক স্বাস্থ্য কর্মীর অভাব সেখানে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে।
তারা তাদের এই প্রতীকী অনশন তাদের চাকরি বহাল রাখার জোর দাবি জানায়।
করোনা সঙ্কটকালীন সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ে নিয়োজিত কর্মচারীদের চাকুরীচ্যুত করার প্রতিবাদে এবং চাকুরীতে বহাল রাখার দাবিতে কর্মচারীদের “প্রতীকী অনশনে” বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সংহতি প্রকাশ।
প্রতীকী অনশনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃনাবিল এইচ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর শাখার সভাপতি হাসান বক্ত চৌধুরী কাউছার প্রমুখ।
নির্বাহী সম্পাদক