ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের ৩১ রাউন্ড শেষেই নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়ন শিরোপা। প্রায় ৩০ বছর পর ঘরোয়া লিগের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল, গুঁড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন।
তবে লিভারপুলের শিরোপা নিশ্চিত হওয়ার ঠিক পরের ম্যাচেই তাদেরকে নাকানিচুবানি খাইয়ে ছেড়েছিল ম্যান সিটি। নিজেদের ঘরের মাঠের ম্যাচে জিতেছিল ৪-০ গোলের বড় ব্যবধানে। চ্যাম্পিয়নদের উড়িয়ে দেয়ার পরের ম্যাচেই ফের হোঁচট খেল সিটিজেনরা। তাও কি না টেবিলের ১৩ নম্বর দলের কাছে।
রোববার রাতে তুলনামূলক দুর্বল দল সাউদাম্পটনের কাছে ০-১ গোলে হেরে গিয়েছে ম্যান সিটি। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ১৬ মিনিটে গোল হজম করে তারা। সেটি আর শোধ করতে পারেননি গ্যাব্রিয়েল হেসুস, রিয়াদ মাহরেজরা। ফলে সঙ্গী হয় হতাশাজনক পরাজয়।
ম্যান সিটির হোঁচট খাওয়ার দিনে আবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। অ্যাস্টন ভিলার বিপক্ষে তারা জিতেছে ২-০ গোলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুইটি করেন সাদিও মানে এবং কার্টিস জোনস। ফলে তাদের পয়েন্টের সেঞ্চুরি করার সম্ভাবনা টিকে রইল বেশ ভালোভাবেই।
লিগের ৩৩ রাউন্ড শেষে চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত হওয়া লিভারপুলের সংগ্রহ ৮৯ পয়েন্ট। সেঞ্চুরি করতে বাকি পাঁচ ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেলেই হবে তাদের। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ঝুলিতে রয়েছে ৬৬ পয়েন্ট। তাদের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লিস্টার সিটি।
প্রতিনিধি