Home » করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন সিলেটে মারা যাওয়া ডা. গোপাল শঙ্কর

করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন সিলেটে মারা যাওয়া ডা. গোপাল শঙ্কর

সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে করোনায় আক্রান্ত ছিলেন।

শনিবার রাত ৮টার দিকে নগরীর বেসরকারি একটি হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রবিবার রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। ল্যাব সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ২৪ জুন করোনা পরীক্ষার জন্য ডা. গোপাল শঙ্কর দে’র নমুনা দেয়া হয়েছিল। গতকাল রবিবার সেই নমুনা পরীক্ষা করে জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন।

ডা. গোপাল শঙ্করের পারিবারিক সুত্র জানিয়েছে, অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে করোনার উপসর্গ নিয়ে গত ২১ জুন মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। প্রথমদফায় তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয় দফার আবার পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। মারা যাওয়ার সময় পর্যন্ত দ্বিতীয় নমুনার রিপোর্ট আসেনি। শনিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *