এসএমপি’র কোতয়ালী মডেল থানা কর্তৃক চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার মামলার অন্যতম প্রধান আসামী মো: জুবেল আহমেদ অভি(২৬) গ্রেফতার ও বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান ।গত ২৬/০৫/২০২০ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২১:১০ ঘটিকার সময় সুবিদ বাজারে স্বর্ণালী কারওয়াশিং সেন্টারের সামনে বাই সাইকেল আরোহী আমির হোসেন (২৩) কে কতিপয় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীগন ছুরির আঘাতে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। উক্ত চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার ঘটনায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এর নেতৃত্বে সহকারি পুলিশ কমিশনার জনাব নির্মলেন্দু চক্রবর্ত্তী, অফিসার-ইনচার্জ জনাব মোহাম্মদ সেলিম মিঞা, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সৌমেন মৈত্র, এসআই/দেবাশীষ দেব, এসআই/মোঃ ইবাদুলাহ, এএসআই/সাজ্জাদুর রহমান, এএসআই/মানিক মিয়া দের সহায়তায় অত্র মামলার অন্যতম প্রধান আসামী ১। মো: জুবেল আহমেদ অভি (২৬) পিতা-মৃত হোসেন আলী, মাতা-মৃত রোশনা বেগম, সাং-সিলাম (মাঝপাড়া), থানা-মোগলাবাজার, জেলা-সিলেট বর্তমানে-উমর কবুল, লাউয়াই, বড় মসজিদের পিছনে, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে গত ২৬/০৬/২০২০খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২৩:৪৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন কাশবন এলাকা হইতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেপতারকৃত আসামী মো: জুবেল আহমেদ @ অভি (২৬) কে নিয়া অভিযান পরিচালনা করিয়া অদ্য ২৭/০৬/২০২০খ্রিঃ তারিখ সকাল ৭.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন সাগরদিঘীরপাড় সাকিনস্থ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর প্রধান গেইটের বিপরীত পার্শ্বে মনিপুরী শ্মশান ঘাটের ভাঙ্গা বাউন্ডারী দেওয়ালের ভিতর ঝোপ হইতে অত্র মামলার হত্যা কান্ডে ব্যবহৃত একটি কালো রংয়ের রক্তমাখা ধারালো টিপ চাকু উক্ত আসামীর দেখানো ও সনাক্ত মতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামী মো: জুবেল আহমেদ অভি (২৬) অত্র মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় জবানবন্দী প্রদান করে। ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামী গ্রেফতার
