Home » অবসর ভেঙে ম্যারাডোনার দলে খেলবেন রোনালদিনহো

অবসর ভেঙে ম্যারাডোনার দলে খেলবেন রোনালদিনহো

প্রতিযোগিতামূলক ফুটবল ছেড়েছেন প্রায় পাঁচ বছর আগে। ২০১৫ সালে সবশেষ খেলেছেন নিজ দেশের ক্লাব ফ্লুমিনেজের হয়ে। এরপর প্রদর্শনীমূলক ম্যাচে বেশ কয়েকবারই দেখা গেছে ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহোকে।

তবে এবার শোনা যাচ্ছে, পাঁচ বছর পর অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন ফুটবল পায়ের ম্যাজিশিয়ান ও মিউজিশিয়ান রোনালদিনহো। তাও যেনতেন কোন দলে নয়, আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দলে খেলবেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে এমন খবরই জানাচ্ছে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। যেখানে জানানো হয়েছে, ব্রাজিলিয়ান রোনালদিনহোকে নিজ দলে চান ম্যারাডোনা। এমনকি রোনালদিনহোর এজেন্টও এই প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছেন।

বর্তমানে আর্জেন্টাইন ক্লাব জিমনেশিয়া লা প্লাটার কোচের দায়িত্বে রয়েছেন ম্যারাডোনা। সেই দলেই রোনালদিনহোকে পেতে চান ম্যারাডোনা। জানা গেছে, রোনালদিনহো নিজেও অবসর ভেঙে দলে যোগ দিতে প্রস্তুত।

তবে আপাতত প্যারাগুয়েতে হাউজ এরেস্ট অবস্থায় রয়েছেন রোনালদিনহো। ভুয়া কাগজপত্র দেখিয়ে প্যারাগুয়েতে প্রবেশের সময় বিমানবন্দরে ধরা পড়েন তিনি। পাঠানো হয় জেলে। ৩২ দিন কারাবন্দী থাকার পর বড় অঙ্কের মুচলেকা দিয়ে বের হয়েছেন রোনালদিনহো।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *