চলে গেলে অন্ধকারে, না ফেরার দেশে।
তোমার স্নেহের অগণিত সতীর্থদের ছেড়ে।
জীবন অন্তিম ক্ষণেও শেষ কথাটা বললে না জাতিকে
তোমার পূণ্য হাতে সারাটা জীবন
বিলিয়েছ মানুষের কল্যাণে।
অসীম মমতার এক ছায়া বন্ধনে,
রেখেছিলে চির যতন করে অগনিত ভক্তবৃন্দকে।
মানতে পারছি না আজ বিধাতার বিধান
জাতির এই অপূর্ণ ক্ষতির শূন্যতা।
তুমি এক নাসিম নও, তুমি ছিলে
লক্ষ কোটি বাঙ্গালীর হৃদয়ের আন্দোলন।
তোমার সান্নিধ্যে বাঙালি পেয়েছে
দেশাত্ব বোধের অমৃত শোভা।
তুমি আজ চির নিদ্রায়-
বৈষয়িক এই মহামারী জতিকে ফেলেছে
বিশাল ক্ষতির অস্তাচলে।
সীমাহীন এই ক্ষতি কোনদিন পূরণ হবার নয়।
মোহাম্মদ খায়রুল আলম
প্রতিষ্ঠাতা সভাপতিঃ
এপেক্স ক্লাব অব রেনেসাঁ
রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশান
২৪/৩ এম. সি. রায় লেন, ঢাকা-১২১১