Home » কুখ্যাত ডাকাত আব্দুল নূর প্রকাশ নূর মিয়া গ্রেফতার

কুখ্যাত ডাকাত আব্দুল নূর প্রকাশ নূর মিয়া গ্রেফতার

আন্ত:জেলা কুখ্যাত ডাকাত আব্দুল নূর প্রকাশ নূর মিয়া (৪০) গ্রেফতার ,অত্র মামলার সন্দিগ্ধ গ্রেফতারকৃত হাজতী আসামী শাকিবুল মিয়া শাকিল এর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো: ইসমাইল পিপিএম-বার এর নির্দেশনামতে মামলার তদন্তকারী অফিসার এসআই/শিপলু চৌধুরীর নেতৃত্বে এসআই/রিপন দাস, এএসআই/আপন মিয়া, এএসআই/নাজির হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ২২/০৬/২০২০খ্রিঃ তারিখ রাত অনুমান ২১:০০ ঘটিকার সময় এসএমপি জালালাবাদ থানাধীন কালীবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২২, তাং-২৮/০১/২০২০খ্রি:, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী আব্দুল নূর প্রকাশ নূর মিয়া (৪০) পিতা- মৃত সালাউদ্দিন, সাং- ভাটিপাড়া (কান্দারহাটি), থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- কালিবাড়ী, লোভু মিয়ার কলোনী, থানা- জালালাবাদ, জেলা- সিলেট’কে গ্রেফতার করেন। থানা হাজতে জিজ্ঞাসাবাদে সে অত্র মামলায় জেল হাজতে আটককৃত আসামী জয়নাল, শাকিবুল মিয়া @ শাকিল, মো: আবুল প্রকাশ জামাল এর ঘনিষ্ট সহযোগী বলে জানা যায়। মামলা তদন্ত অব্যাহত আছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *