Home » হবিগঞ্জের হাওরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের হাওরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আরও দুই কৃষক। নিহতরা হলেনবানিয়াচং উপজেলার মকা গ্রামের ছাইম উল্লার ছেলে আজিম উদ্দিন (৪০), একই উপজেলার বল্লবপুর গ্রামের তাহির মিয়ার ছেলে শাহিন মিয়া (৩০)  নবীগঞ্জ উপজেলার রুকনপুরের আব্দুল জব্বার (৫০)  স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার মকার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে আজিম উদ্দিন (৪০) ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে একই সময়ে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের রোকন দিয়ার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে শাহিন মিয়ার (২৫) মৃত্যু হয়। এসময় আহত হন আরও দুই কৃষক। আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী জানান, বুধবার সকালে রোদ্রোজ্জ্বল আবহাওয়ায় কৃষকরা হাওরে যান ধান কাটতে। সকাল সাড়ে ১১টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাত ঘটলে তারা মারা যায়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বুধবার পৃথক সময়ে বজ্রাঘাতে দুই জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ধান কাটার শ্রমিক বলে তিনি জানিয়েছেন। অপরদিকে জেলার নবীগঞ্জ উপজেলার রুকনপুরে বজ্রাঘাতে আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে স্থানীয় হাওরে কাজ করার সময় বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *