Home » শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১জন চোরাচালানকারী গ্রেফতার

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১জন চোরাচালানকারী গ্রেফতার

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৬,২৫,০০০/-(ছয় লক্ষ পচিঁশ হাজার) টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন উদ্ধার ও প্রাইভেটকারসহ ০১জন চোরাচালানকারী আটক ,গত ২১/০৬/২০২০খ্রিঃ তারিখ শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীর সার্বিক নির্দেশনায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই/গিয়াস উদ্দিন এর নেতৃত্বে এএসআই/বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট বাইপাসস্থ মধুবন মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে তামাবিলের দিক হইতে সিলেটগামী একটি কালো রংয়ের প্রাইভেটকার যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১২-১৪৬০ থামাইয়া প্রাইভেটকারের পিছনের ভ্যানে একটি কার্টুনের ভিতর ২৫ (পচিশ)টি গও ঢরধড়সর গঅউঊ ওঘ ওঘউওঅ লিখা মোবাইল ফোন উদ্ধার করেন। যাহার আনুমানিক মূল্য -৬,২৫,০০০/-(ছয় লক্ষ পচিশ হাজার) টাকা। প্রাইভেটকারের চালক মোঃ জাকির হোসেন (২২), পিতা- আজম আলী, মাতা- মিনারা বেগম, সাং- টাকিরমোরা উত্তর, জালালপুর, থানা- মোগলাবাজার, জেলা-সিলেট কে জিজ্ঞাসাবাদে উক্ত মোবাইল ফোনসমূহের বৈধ কোন কাগজপত্র দেখাইতে না পারায় এবং শুল্ক কর ফাঁকি দিয়া চোরাচালানের মাধ্যমে ভারত হইতে আনীত বলিয়া স্বীকার করায় প্রাইভেটকারটি সহ চালক মোঃ জাকির হোসেনকে আটক করেন। উক্ত ঘটনায় এসআই/মোঃ গিয়াস উদ্দিন এর এজাহারের ভিত্তিতে শাহপরাণ(রহ:) থানার মামলা নং-৬, তারিখ-২২/০৬/২০খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি) রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *