বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনায় স্বাস্থ্যবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধী মেনে চলতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অন্তত ৬০ শতাংশ এলকোহল দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার। আর এ ধরনের হ্যান্ড স্যানিটাইজারের জন্যে ঘটছে একের পর এক দুর্ঘটনা। তেমনি একটি দুর্ঘটনার ছবি সামনে এনেছে যুক্তরাষ্ট্রের ইলিনয়িস ফায়ার সার্ভিস বিভাগ।
বৃহস্পতিবার ইলিনয়িস অঙ্গরাজ্যের পাইওনির রোডে এই ঘটনা ঘটে। গাড়ির মালিক উইন্ডশীল্ডের হ্যান্ড স্যানিটাইজার রেখেছিলেন।
ফায়ার সার্ভিস বিভাগ ফেসবুকে পুড়ে যাওয়া তিনটি ছবি প্রকাশ করে জানায়, হ্যান্ড স্যানিটাইজারের জন্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার বিভাগ আরও জানিয়েছে, “প্রাথমিক তদন্ত শেষে আমরা জেনেছি , ড্যাশবোর্ডের পাশে থাকা হ্যান্ড স্যানিটাইজারের ছোট বোতলটির কারণেই আগুনটি লেগেছে।’ ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ওই গাড়ির মালিক যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছিল তাতে ৮০ শতাংশ এলকোহল ছিল। তারা ধারণা করছেন সূর্যরশ্মির প্রচণ্ড তাপে হ্যান্ড স্যানিটাইজারের বোতল থেকে আগুনের সূত্রপাত হয়।
বার্তা বিভাগ প্রধান