Home » রেড জোন সিলেটে এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে আট শতাধিক

রেড জোন সিলেটে এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে আট শতাধিক

এখন পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁই ছুঁই।। এর মধ্যে ৫৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৭৪ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৬৩৮ জন।  সিলেট বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৯১ জন। এরমধ্যে গত একসপ্তাহে সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৮৩০ জন। গত ১২ জুন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ২০৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সু্ত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে শুক্রবার (১৯ জুন) সকাল পর্যন্ত ২৮৯১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৬৪০ জন, সুনামগঞ্জে ৭৫৭ জন, হবিগঞ্জে ২৫৬ জন ও মৌলভীবাজারে ২২৯ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ৪৭৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৭৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৭৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১১৮ জন ও মৌলভীবাজারে ১০ জন। জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪ জন, মৌলভীবাজার, সুনামগঞ্জে ও হবিগঞ্জে চারজন করে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *