সিলেটের সুনামগঞ্জে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি ৩০ সেন্টিমিটার বেড়েছে। সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে ৬ দশমিক ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ৮৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে এখনো সুরমা নদীর পানি বিপদ সীমার নিচে রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, বৃষ্টির কারণে হাওর ও নদীর পানি বেড়েছে। তবে সীমান্তের ওপারে বৃষ্টিপাত কম হওয়ায় পানি বৃদ্ধির পরিমাণ অনেকটা কম। বৃষ্টিপাত আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে। এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই। বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে।