Home » বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বুধবার সকাল ১১ টায় উপজেলার কোচকুড়লীয়া ফুটবল মাঠে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করে। পরে তাকে পারিবারিক করস্থানে সমাহিত করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক প্রমূখ।
এছাড়াও বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য বৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানা, গেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *