সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ) থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীর দিক নির্দেশনা অনুযায়ী শাহপরাণ (রহঃ) থানার এসআই/অঞ্জন সিংহ সঙ্গীয় অফিসার এএসআই/মফিজুর রহমান, এএসআই/রিমন খান ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ১৭/০৬/২০২০খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৬:৩০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন কল্যাণপুর বটেরতল এলাকা হইতে জালালাবাদ থানার মামলা নং-০৩, তারিখ-০৮/০৩/২০১৮খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী (ডাকাত) ১। কবির মিয়া @ হেরোইন কবির (৪৭) পিতা-মৃত শেখ ইলু মিয়া, সাং- কল্যাণপুর টিলাগড়, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেটকে গ্রেফতার করিতে সক্ষম হন। উক্ত আসামী পেশাদার ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে সিলেট জেলার বিভিন্ন এলাকার কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জনশ্রæতি রয়েছে। তার নামে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামী কবির মিয়া @ হেরোইন কবির’কে অদ্য ১৭/০৬/২০২০খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানের হেরোইন কবির গ্রেপ্তার
