Home » ডা. জাফরুল্লাহর নিউমোনিয়া বেড়েছে

ডা. জাফরুল্লাহর নিউমোনিয়া বেড়েছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ তার নিউমোনিয়া বেড়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তাকে দেখে এসে চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এ তথ্য জানান।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যের অবস্থা কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ডা. জাফরুল্লাহ সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান মামুন মোস্তাফি।

ডা. জাফরুল্লাহ নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এর আগে, ৯ জুন ডা. জাফরুল্লাহর চিকিৎসায় বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তাদের সমন্বয়ে চিকিৎসা চলছে।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর গত ১৩ জুন তৃতীয় দফায় তার করোনা টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *