Home » বনানীতে শেষ শয্যায় মোহাম্মদ নাসিম

বনানীতে শেষ শয্যায় মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রাজধানীতে সীমিত পরিসরে তাঁর দুটি জানাজা অনুষ্ঠিত হয়।

আজ রোববার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

জানাজা শেষে মরহুমের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় মরহুমের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিবুর রহমান এবং রাষ্ট্রপতির পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে মরহুমের প্রতি ফুল দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে সকাল ৯টায় রাজধানীর সোবহানবাগ জামে মসজিদে মোহাম্মদ নাসিমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত জয় ৷ করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে জানাজার অয়োজন করা হয়। জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *