বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিশিষ্ট পার্লামেণ্টারিয়ান, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি এক বিবৃতিতে মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য: মোহাম্মদ নাসিম গত শনিবার (১৩ জুন) ভোরে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।