নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আমের বানিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহার উপজেলার আম বাজার সার্বিক মনিটরিং ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার এর উদ্বোধন করা হয়েছে।
সাপাহার থানার আয়োজনে উপজেলা সদরের উল্লাস সিনেমা হলের উত্তর পার্শ্বে শুক্রবার বিকেলে ফিতা কেটে পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, আম ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা, সাধারণ সম্পাাদক জুয়েল প্রমুখ।
আম ব্যাবসায়ী সমিতির নের্তৃবৃন্দ সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) বলেন, কন্ট্রোল রুমের ইনচার্জ হাফিজ উদ্দীনের নেতৃত্বে আমের বাজার সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত থাকবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার।