Home » কাজে ফিরছে বলিউড, শুটিং শুরুর অনুমতি

কাজে ফিরছে বলিউড, শুটিং শুরুর অনুমতি

মহারাষ্ট্র সরকার দিন দশেক আগেই রাজ্যে শুটিং শুরুর অনুমতি দিয়েছে। ধীরে ধীরে বলিউডের বড় বড় স্টুডিয়োগুলি বাকি থাকা ছবির শুটিং চালু করার পথে এগোচ্ছে। শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা ‘শামসেরা’র বাকি থাকা শুট এ মাসেই শুরু হতে পারে। লকডাউনের আগেই ছবির সিংহভাগের শুটিং হয়ে গিয়েছিল। মুখ্য চরিত্রে রণবীর কপূর ও সঞ্জয় দত্তের চার দিনের প্যাচওয়র্ক বাকি। ইন্ডাস্ট্রির একাংশের মতে, লকডাউন-পরবর্তী সময়ে তাঁরাই প্রথম তারকা হবেন, যাঁরা শুটিং ফ্লোরে যাবেন। ‘শামসেরা’র পরিচালক ‘অগ্নিপথ’খ্যাত কর্ণ মলহোত্র। শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া ও কর্ণের মিলিত সিদ্ধান্ত, ছবির বাকি শুটিং যশ রাজ স্টুডিয়োয় সারা হবে।

অন্য দিকে সঞ্জয় গুপ্তের গ্যাংস্টার ড্রামা ‘মুম্বই সাগা’র বাকি থাকা শুট আগামী মাসে রামোজি ফিল্ম সিটিতে শুরু হচ্ছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জন আব্রাহাম ও ইমরান হাশমি। এই ছবির আশি শতাংশ শুটিংও লকডাউনের আগেই শেষ হয়ে গিয়েছিল। পরিচালক জানিয়েছেন, লকডাউনের মধ্যে পুরোদমে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ চলেছে। বাকি থাকা শুটিংয়ের জন্য রামোজি সিটিতে দু’টি সেট নতুন করে তৈরি হবে। তবে স্বাস্থ্যবিধির স্বার্থে সেটে প্রবেশের বিষয়ে বেশ কড়াকড়ি থাকবে। হায়দরাবাদেও ওই ছবির অভিনেতারা ছাড়া একটি ছোট ক্রু থাকবে শুটিংয়ের জন্য।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *