বিশ্বশান্তি ও কোভিড ১৯ মহামারি আকারে রুপ নেওয়ায় রোগমুক্তি ও মঙ্গল কামনায় অরুনোদয় যুব সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুব সমাজের চেতনার উৎস শান্ত দাস’র নিজ উদ্ধোগে ১১ জুন ২০২০ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঘোষগাঁওস্থ শ্রী শ্রী কালাচাঁদ জীঊ মন্দির প্রাঙ্গনে ভূবণমঙ্গল হরিনাম কৃর্তন সহ শ্রীমদভগবদগীতা পাঠ অনুষ্টিত হয়।
গীতার পাঠ উপলক্ষে শান্ত দাস বলেন, আমি গীতা বাণীর থেকে বলছি “যে তার নিজের সংকল্পে দৃঢ় থাকে সে সহজেই যন্ত্রনা জয় করে সুখ স্বর্গরাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং নিজের আত্মার সম্পূর্ণরূপে মুক্ত করতে সক্ষম হয়”।
তিনি আরো বলেন এই মহামারি সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার সহিত কোভিড ১৯ মোকাবেলা করলে আমরা জয় করবো।
গীতা পাঠ শেষে কোভিড ১৯ করোনা প্রাদূর্ভাবে যারা মারা গেছেন তাঁদের বিদেহী অাত্মার মঙ্গল কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং যারা অসুস্থ তাদের আশু রোগ মুক্তির জন্য প্রার্থনা করা হয়, প্রেমধনীর মাধ্যমে মঙ্গল আরতি ও হরিনাম কৃর্তনের মাধ্যমে সমাপ্ত হয়।
নির্বাহী সম্পাদক