এস.পি.সেবুঃ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের ঐতিহ্যবাহী “করড়া শাহে মদিনা যুব সংঘ” একটি অন্যতম সামাজিক উন্নয়ন মূলক সংগঠন! ইতিমধ্যে, এই সংগঠনটি বিশ্বব্যাপী মরনঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে! করোনা ভাইরাস কালীন সময়ে ও রমজান মাস ব্যাপী সংগঠনের পক্ষ থেকে পুরো এলাকা জুড়ে অসহায়দের মাঝে বিভিন্ন ধরনের ত্রান সামগ্রী বিতরন করেন!
এখনো বিতরন কার্যকম চলতেছে! সংগঠনের প্রতিটা সদস্য সৎ ও নিষ্টার সাথে কাজ করে যাচ্ছেন মানবতার কল্যাণে!
সংগঠনের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, যিনি সবসময় সংগঠনের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সদস্যদের নিয়ে সবসময় অসহায়দের ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নিচ্ছেন! তিনি বলেন, মানুষ মানুষের জন্য! অসহায়দের পাশে থাকা আমাদের কর্তব্য। সবার ভালবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই!
সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, আরো বলেন, সংগঠনটি শিক্ষার প্রচার-প্রশারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে! বিধবা, গরিব-দুঃখি, এতিম-অনাথ, অসহায়দের পাশে সবসময় ছিল এবং থাকবে ইনশাআল্লাহ!
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সংগঠনটি! অন্যায়- অবিচার রুখে দিতে সভাপতি আরিফ চৌঃ সদস্য দের নিয়ে কাজ করে যাচ্ছেন! তিনি আরো বলেন, যুবকদের কর্মস্থান তৈরি করা, মাদক থেকে দূরে রাখা, সামাজিক উন্নয়ন মূলক কাজ করার জন্য আমরা একতাবদ্ধ!তিনি বলেন, আমরা আর্ত-মানবতার কল্যাণে সর্বদা কাজ করে যেতে চায়।
সভাপতি তৌহিদুল ইসলাম আরো বলেন, দূর্যোগ যেখানে,করড়া শাহে মদিনা যুব সংগঠন সেখানে! অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই! অবশেষে তিনি সকলের দোয়া ও ভালবাসা চেয়েছেন! উপস্থিত ছিলেন, সেক্রেটারি সুজন রাজ, সহ-সভাপতি, তামিম চৌঃ, ক্যাশিয়ার তারেক চৌঃ, শামসুল হক, শাহাজান, নিপু, উজ্বল, রনি, বায়েজিদ সহ সদস্যবৃন্দ প্রমূখ!
নির্বাহী সম্পাদক