জালালাবাদ থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র (রামদা, লাঠি এবং লোহার রড) সহ ০৪ জন চাঁদাবাজ আটক করা হয়।গত ০৯/০৬/২০২০খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ জনাব অকিল উদ্দিন আহম্মদ জালালাবাদ থানা, এসএমপি,সিলেট এর নির্দেশনায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই/জোবায়েদ খাঁনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ মোঃ ইলিয়াছ আলী(৪৮) পিতা-মৃত হুসমত আলী,সাং- পুরান কালারুকা,থানা- জালালাবাদ, জেলা-সিলেট সংবাদ প্রদান করেন। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র জালালাবাদ থানাধীন ধুমখাল মনাইকান্দি সাকিনস্থ সিংগাই নদী (চেঙ্গেরখাল নদী) দিয়া চলাচলরত পাথর ও বালুবাহী প্রতিটি নৌ-যান থেকে ১০০০-১৫০০/-(এক হাজার-একহাজার পাঁচশত) টাকা করে চাঁদা আদায়কালে, সকাল ০৬.৩০ঘটিকার সময় বিভিন্ন নৌকা ও বলগেট হইতে আসামী ১। আব্দুর রউফ(৪৫) পিতা-মৃত মদরিছ আলী, সাং- ধুমখাল,মনাইকান্দি, ২। সবজির আহমদ(২৭) পিতা-মৃত মকদ্দছ আলী, ৩। রুবেল আহমদ(২৫) পিতা- জমির আলী উভয় সাং-নোয়াগাঁও মোগলগাঁও, ৪। ইমরান আহমদ(১৮) পিতা-ইসলাম উদ্দিন, সাং- ধুমখাল মনাইকান্দি, সর্ব থানা- জালালাবাদ, জেলা-সিলেটদেরকে আটক করতঃ তাহাদের হেফাজত হইতে নগদ ২০০০/- (দুই হাজার) টাকা সহ চাঁদাবাজির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র (রামদা, লাঠি এবং লোহার রড) ও ০১টি নৌকা উদ্ধার করতঃ যথাযথ ভাবে জব্দ করা হয়।
উক্ত ঘটনায় মোঃ ইলিয়াছ আলী(৪৮) পিতা-মৃত হুসমত আলী,সাং- পুরান কালারুকা,থানা- জালালাবাদ, জেলা-সিলেট বাদী হয়ে আটক ০৪ জন ও পলাতক ০৯ জন সহ সর্বমোট ১৩ জন এজাহারভূক্ত ও অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি সংক্রান্তে এজাহার দিলে জালালাবাদ থানার মামলা নং-০৩ তাং-০৯/০৬/২০২০ইং ধারা-১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/১০৯ পেনাল কোড রুজু হয়। আটক আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।