তুমি উজ্জ্বল আলোর জ্যোতি।
মানবসেবায় তুমি আজ পথ প্রবর্তক।
বৈষয়িক মহামারীর এই সন্ধিক্ষণেও তোমার অসামান্য অবদান,
জাতীয় জীবনে অনুসরণীয়।
তোমার সাফল্যে গাথা জীবন, দেশের অগনিত যুবসমাজে অনুকরণিয় দৃষ্টান্ত।
তুমি স্থাপন করেছ মানবতার আদর্শ উদাহরণ।
‘সায়েম সোবহান আনভীর’ শুধু একটি নাম নয়,
এ যেন এক মানবতার নক্ষত্রে বিকিরণ।
অস্তমিত সূর্য কেটে যাবে, ভোরের কুয়াশায় দেখা দেবে নতুন দিগন্ত।
ফিরে আসবে আবার মানুষের কর্ম চাঞ্চল্য,
মহানুভবতার এই দৃষ্টান্ত ইতিহাস হয়ে থাকবে তোমার সৃষ্টিকর্ম।
তোমার নির্মিত বৈষয়িক মহামারীর এই হাসপাতাল।
মহানুভবতার এক উজ্জল দৃষ্টান্ত।
বাঙ্গালীর প্রতি তোমার মমত্ববোধ আরো উচ্চ শিখরে দিয়েছে স্থান।
জাতি আজ তোমার কর্মে গর্বিত।
তোমার অনুপ্রেরণা শতাদ্বীর সুন্দর মানবতার এক প্রতিচ্ছবি।
মোহাম্মদ খায়রুল আলম
প্রতিষ্ঠাতা সভাপতিঃ
এপেক্স ক্লাব অব রেনেসাঁ
রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশান
২৪/৩ এম. সি. রায় লেন, ঢাকা-১২১১
০১৭১১৩৪৪৯৯৭