Home » করোনার লকডাউনে মানবতার ফেরিওয়ালা

করোনার লকডাউনে মানবতার ফেরিওয়ালা

এস.পি.সেবু :: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সেই প্রতিপাদ্য প্রবাদটি বাস্তবায়ন করলেন সিলেটের সোবহানি ঘাটের ডোবলী হাওর এর ৩২ নাম্বার বাসার সব গুলো পরিবারের ১ মাসের বাসা ভাড়া ৫০ হাজার টাকা মওকুফ করেছেন বাসার (ফ্লাট) মালিক তরুন মানবতাবাদী মোঃ তোফায়েল আহম্মদ। পেশায় তিনি একজন শিক্ষক, তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ নং দশঘর ইউনিয়নের দশঘর দারুল কোরআন দাখিল মাদ্রাসায় কর্মরত অাছেন। তাঁর পিতা নাম মৃত চাঁন মিয়া, মায়ের নাম আলেছা বেগম।

তাঁর গ্রামের বাড়ি বিশ্বনাথের দশঘর। আমাদের প্রতিবেদকের সাথে কথা বলার সময় তিনি সবার কাছে দোয়া চান। তিনি বলেন, করোনার এই দুর্যোগে সকল বাসা, বাড়ি ও প্লট মালিকেরা যাতে স্ব স্ব ভাড়াটিয়ার প্রতি সদয় থাকেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *