সিলেটে বেড়েই চলছে করোনার আতংক। তিনজনে শনাক্ত একজন-এমন পরিসংখ্যান পেছনে পড়েছে আজ মঙ্গলবার। মাত্র ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৫০ জন। আজকের এই ফলাফল উদ্বেগ আরো বাড়িয়েছে জনমনে। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে দশটায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন । জানা গেছে, মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা শেষে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। আক্রান্তরা সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গতকাল সোমবার (৮ জুন) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ রোগে শনাক্ত হয়েছিলেন ৬০ জন। গত কয়েকদিন ধরে শনাক্তের সংখ্যা বেড়ে চলেছে। সিলেটে প্রায় প্রতিদিন ৫০ জনের অধিক করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৯৯০ জন।
বার্তা বিভাগ প্রধান