নাটোরের সিংড়া উপজেলায় দ্বিতীয় স্ত্রীর ওপর অভিমান করে প্রথম স্ত্রীকে নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী উজ্জ্বল হোসেন (২৮)।সোমবার রাতে সিংড়া উপজেলার পুটিমারী গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন তারা।নিহত উজ্জ্বল উপজেলার পুটিমারী গ্রামের আবু বক্করের ছেলে ও তার প্রথম স্ত্রী জলি খাতুন।
জানা যায়, প্রথম স্ত্রী জলি খাতুন ঘরে থাকার পরও বছরখানেক আগে লিপি নামে আরেকজনকে বিয়ে করেন উজ্জ্বল হোসেন। বিয়ের পর থেকে দুই বউয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত।
সোমবার রাতে দ্বিতীয় বউ স্ত্রী লিপি খাতুনের সঙ্গে উজ্জ্বলের ঝগড়া হয়। এর একপর্যায়ে অভিমান করে প্রথম স্ত্রী জলি খাতুন ও উজ্জ্বল আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খান।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাদের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
প্রতিনিধি