Home » মহানগর গোয়েন্দা পুলিশে’র অভিযানে ভারতীয় মদ ও সিএনজি অটোরিক্সাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতারকৃত

মহানগর গোয়েন্দা পুলিশে’র অভিযানে ভারতীয় মদ ও সিএনজি অটোরিক্সাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতারকৃত

মহানগর গোয়েন্দা পুলিশে’র (ডিবি) অভিযানে ভারতীয় মদ ও সিএনজি অটোরিক্সাসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ি আটক।০৭/০৬/২০২০খ্রিঃ রাত অনুমান ১১.০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/সৌমেন দাস, এসআই/আবু রায়হান নূর, এএসআই/ মুহিবুর রহমান, এএসআই/আঃ সামাদ এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন নয়াসড়ক হাওয়াপাড়া প্রবেশ মুখে অভিযান পরিচালনা করে ১। নুর ইসলাম (৫৫), পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা- মৃত নুরজাহান বেগম, সাং- পাহারপাড়, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে- আনছার মিয়ার কলোনী, জেলরোড, থানা- কোতয়ালী জেলা- সিলেট, ২। রিপন মিয়া (৪০), পিতা- মৃত নূর উদ্দিন মিয়া, মাতা- মৃত ফজিলাতুন্নেছা, সাং- উত্তর মোকামেরগুল, পীরেরবাজার, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়। তখন তাদের হেফাজত হতে ৩ (তিন) বোতল ভারতীয় গপউড়বিষষ’ং ঘঙ১ নামীয় মদ ও তাদের পরিবহনকৃত সিলেট থ-১২-৬৮৫৭ রেজিষ্ট্রেশন বিশিষ্ট একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট মূল্য (৫,০০,০০০+৬,০০০) = ৫,০৬,০০০/- (পাঁচ লক্ষ ছয় হাজার) টাকা। ১নং আসামীর বিরুদ্ধে বি-বাড়ীয়া এর বিজয়নগর থানার এফ আই আর নং-১৬, ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত ঘটনায় এসআই/সৌমেন দাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *