সোমবার ( ৮ জুন) ১০ সদস্যের এই মেডিক্যাল দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দরে চীনা মেডিক্যাল বিশেষজ্ঞদের স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ দুই দেশের অন্য কর্মকর্তারা।
বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই চীনা মেডিক্যাল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে আসছে। সোমবার সাড়ে ১১টায় দলটি ঢাকায় পৌঁছাবে। চীনা মেডিক্যাল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।