জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ১ কেজি ৫০০ গ্রামগাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক ।
০৬/০৬/২০২০খ্রিঃ তারিখ এসআই/রাজিত রায় সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন চেকপোস্ট ডিউটি করা কালে অত্র জালালাবাদ থানাধীন চাঁনপুর সাকিনস্থ জামে-মসজিদের সামনে সিলেট-সুনামগঞ্জ পাকা রাস্তার উপর একটি সন্দেহভাজন সিএনজিকে সিগন্যাল দিয়া থামাইয়া সিএনজির ভিতরে থাকা আসামী ১। জাকারিয়া আহমদ (২১) পিতা- আবুল বাশার, সাং-মোহনপুর পশ্চিমহাটি, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, ২। সেবুল মিয়া (৩৩) পিতা-মৃত মারফত আলী, সাং-ভাতগাঁও, পশ্চিমপাড়া, মোলাপাড়া, ডাকঘর-ভাতগাঁও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে: সাং-রায়েরগাঁও (মখলিছ এর বাসা, নূরজাহান কলেজের পশ্চিম পাশে সোহেলের দোকানের কাছে) লাউয়াই, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদের ২৩:০৫ ঘটিকার সময় দেহ তল্লাশী করিয়া তাহাদের হেফাজত হইতে সর্বমোট ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এবং ০১টি সিএনজি অটোরিক্সা যাহার রেজিষ্ট্রেশন নং/সিলেট(থ)-১১-৪২৯৪ উদ্ধার করা হয়। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই/রাজিত রায় বাদী হইয়া আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-০২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক)/৩৮/৪১ রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক অত্র মামলার তদন্তকারী অফিসার এসআই/আসাদুজ্জামান বিজ্ঞ আদালতে রিমান্ডের প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত আসামীদের ০২ (দুই) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।