প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে বিশেষ হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হচ্ছে। রোববার বিকেল ৬টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে।
কামরানের সাথে তার ছোট ভাই এনাম আহমদ, ছেলে আরমান আহমদ শিপলু ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। বিমানবন্দরে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র কামরান পত্নী আসমা কামরানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আসমা কামরান তার স্বামীর জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন। আসমা কামরান নিজেও করোনা আক্রান্ত। নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। রোববার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলে এই সহযোগিতা কামনা করেন।
এর আগে গত শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও শনিবার (৬ জুন) সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
রোববার (৭ জুন) বিকেলে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, ‘সাবেক মেয়রের অবস্থা শনিবারের চেয়ে আরো অবনতি হয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে ‘
বার্তা বিভাগ প্রধান