Home » দক্ষিণ কোরিয়ায় ফের অবনতির দিকে করোনা পরিস্থিতি

দক্ষিণ কোরিয়ায় ফের অবনতির দিকে করোনা পরিস্থিতি

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় শনিবার আরও ৫৭ জন শনাক্ত হয়েছে। টানা দ্বিতীয় দিন আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়াল। অধিকাংশ রোগীই ঘনবসতিপূর্ণ সিউল মেট্রোপলিটন এলাকার। খবর এপি’র।

শুক্রবার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছিল। রোববার কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রর তথ্য মতে, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১১ হাজার ৭৭৬ জন। ১ জুনের পর নতুন করে আর কেউ মারা যাননি, মোট মৃত্যু ২৭৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯৫১ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৫৫২ জন।

গত ফেব্রুয়ারি ও মার্চে দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ চূড়ায় ছিল। পরে সরকারের কঠোর সতর্কতামূলক পদক্ষেপের কারণে কমতে থাকে ভাইরাসটির প্রাদুর্ভাব। লকডাউন শিথিল করার পদক্ষেপ নেওয়া হলে আবার বাড়তে শুরু করে সংক্রমণ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *