সিলেট বিভাগে করোনা পরীক্ষার জন্য আরো দুটি পিসিআর ল্যাব চেয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান।
শুক্রবার দুপুরে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান বলেন, প্রতিদিনই সিলেটে বাড়ছে করোনা টেস্ট। প্রচুর মানুষ প্রতিদিন নমুনা দিতে আসেন। কিন্তু সিলেটে মাত্র দুটি ল্যাব থাকায় নির্দিষ্ট সংখ্যকের বেশী নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। ফলে রিপোর্ট আসতে বিলম্ব হচ্ছে। এসব দিক বিবেচনা করে তিনি সিলেট বিভাগে আরো দুটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।
তিনি জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি এবং হবিগঞ্জে একটি ল্যাব স্থাপন করা যেতে পারে। এতে টেস্টের সংখ্যা প্রচুর বাড়ানো যাবে।
বার্তা বিভাগ প্রধান