নওগাঁর সাপাহারে চলতি বছরের আম আহরণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার ইসলামপুর মোড়ে এনামুল হক নামের এক চাষীর গাপালভোগ আম আহরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আম আহরণের শুভ উদ্বোধনের আয়োজন করেন।
উদ্বোন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুজিবর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, জলা পরিষদ সদস্য মন্মথত সাহা, কৃষি স¤প্রসারণ অফিসার মনিরুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তা ও আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা প্রশাসন চলতি মৌসুমের আম সংগ্রহের সময় নির্ধারণ করে দেন।