ডেস্কনিউজ
:মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এ যোগদানের দায়ে ১৯ জন রুশ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাক। এছাড়া আজারবাইজানের ছয় নারী এবং তাজিকিস্তানের চার নারীকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৯ এপ্রিল) বাগদাদের একটি আদালতে তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।
ইরাকে ২০১৭ সালের শেষদিকে জঙ্গি গোষ্ঠী আইএসের পতন হয়। এ সময় ইরাক সরকার আইএসের সঙ্গে জড়িত থাকার অপরাধে অন্তত ৫৬০ নারী ও ৬০০ শিশুকে আটক করে। রবিবার ইরাকের কেন্দ্রীয় ফৌজদারি আদালতের এক রুলে বলা হয়, ‘আইএসে যোগদান ও এই গোষ্ঠীকে সমর্থন জানানো’র অপরাধে এসব রুশ নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আল জাজিরা জানায় আদালতে রুশ নারীদের সঙ্গে তাদের শিশু সন্তানরাও উপস্থিত ছিল। আদালতে রুশ নারীরা দোভাষীর মাধ্যমে কথা বলেছেন। ওই দোভাষী হলেন বাগদাদ বিশ্ববিদ্যালয়ের রুশ ভাষার শিক্ষক। রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে তাকে দোভাষী নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার শুনানি চলার সময় আদালতে উপস্থিত থাকা এক রুশ কূটনীতিক জানান, সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে রায় জানিয়ে দেওয়া হবে। বিচারের মুখোমুখি হওয়া নারীদের বেশিরভাগই দাবি করেছেন, ভুল পথে পরিচালনা করে তাদেরকে ইরাকে নেওয়া হয়েছে।এর আগে গত ১৭ এপ্রিল ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এক বিবৃতিতে জানায়, জঙ্গি গোষ্ঠী আইএস-এর সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকায় আজারবাইজানের তিন নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে কেন্দ্রীয় ফৌজদারি আদালত। একইসঙ্গে রাশিয়ার দুই নাগরিক এবং ফ্রান্সের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ওই আদালত।