সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় বিবাদমান দু’পক্ষের ঝামেলা নিষ্পত্তি করতে গিয়ে হামলায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ইউনিয়নের ফরিংউড়া গ্রামের মুসা মিয়ার ছেলে আল আমিন (২৭)।
জানা গেছে, খাদিম নগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় ফরিংউড়া গ্রামের সিরাজের ছেলে হুছন ও শমসুলের ছেলে ইলিয়াসের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে রবিবার দুপুরে ঝামেলা হয়। এই ঝামেলা নিষ্পত্তি করতে আল আমিনকে নিয়ে যান হুছন। এসময় ইলিয়াসের পক্ষ তাদের উপর হামলা চালালে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আল আমিন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাহদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রতিনিধি