করোনা পরিস্থিতিতে সিলেটসহ সারা দেশে গণপরিবহনে ভাড়া বেড়েছে ৬০ শতাংশ। আজ রোববার (৩১ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। তবে তাদের দাবি থেকে ২০ ভাগ কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়। গত শনিবার ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিলো বিআরটিএ।
এদিকে, ঢাকা জেলার বাস, মিনিবাস, সিটিং সার্ভিসসহ, দূরপাল্লা এবং সিলেটসহ সকল আন্তঃজেলায় চলাচলকারী সব বাসের ক্ষেত্রে এই ৬০ শতাংশ ভাড়া বেড়েছে।
এ বিষয়ে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আজ রোববার সিলেটেও ভাড়ার এ নতুন নির্দেশনা মানা হবে। জেলার সকল রোডেই নতুন নিয়মে বাড়বে যাত্রীভাড়া।
উল্লেখ্য, আজ রোববার থেকে সারা দেশে চালু হলেও সিলেটে বাসসহ গণপরিবহন চলাচল শুরু করবে আগামীকাল সোমবার (১ জুন)। গতকাল শনিবার এ সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। বিষয়টি গতকালই নিশ্চিত করেন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক।
তিনি বলেন, সিলেটে গণপরিবহন সেক্টরের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সোমবার থেকে সিলেটে বাসসহ সকল গণপরিবহন রাস্তায় নামবে।

প্রতিনিধি